সবাই ভালো আছেন নিশ্চয়? আজকে আমাদের আলোচ্য বিষয় এসইও নিয়ে। এসইও শেখার জন্য আমরা অনেক কাঠ খড় পোহাতে হয়। কোচিং সেন্টারে শিখতে হলে আমাদের নূনতম ৪০০০ টাকা খরচ করতে
হবেই। সাধ থাকলেও অনেকের সাধ্য নেই। তাছাড়া ইন্টারনেটে শেখার জন্য নানা ব্যবস্থা থাকলেও আমরা সবগুলো ডাটা বা তথ্য একসাথে পাইনা বলে শেখা সম্ভপর হয়ে ওঠেনা।তাছাড়া বাংলা ভাষায় ভালো মানের টিউটোরিয়াল পাওয়াও যায় না।
কেমন হয় যদি একসাথে সবগুলো ডাটা পান? তাও আবার বাংলা ভাষায় ভিডিওতে??
কি অবাক হচ্ছেন???
হুম সত্যিই তাই। মার্কস আইটি বিডি আপনাদের সুবিধার্থে (Bangla Seo a to z Tutorial Software)
এসইও নিয়ে সম্পূর্ণ একটি সফটওয়্যার তৈরি করেছে। যে কেউ সফটওয়্যারটি ব্যবহার করে এসইও সম্পর্কে সুস্পস্ট ধারণা নিতে পারবে।
কি কি
শিখতে পারবেন এই সফটওয়ারটিতে?
এসইও কি ও কেন?
এসইওর শ্রেণী বিভাগ
এসইওর গুরুত্বপূর্ণ দিকসমূহ
হোয়াইট এসইও
ব্লাক এসইও
অনপেজ অপটিমাইজেশান
পেজ ইনডেক্স ইন গুগল
কীওয়ার্ড রিসার্চ
সাইটম্যাপ তৈরি
সাইটম্যাপ সাবমিট
লিংক বিল্ডিং
পেজ র্যাংক
এলেক্সা র্যাংক
পিং প্রসেস
বুকমার্কি
ফোরাম পোস্টং
মোট দেড় ঘন্টা ভিডিও টিউটোরিয়াল দেয়া হয়েছে এই সফটওয়্যার টি তে। মাত্র ৯০ মেগাবাইটের এই (Bangla Seo a to z Tutorial
Software) সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখনই।
কেন ডাউনলোড করবেন মার্কস আইটির এসইও সফটওয়্যারটি?
এটি একটি ওপেনসোর্স সফটওয়্যার ফলে যে কেউ কোন বাধা ছাড়া ব্যবহার করুন
বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের টিউটোরিয়াল
সহজ বাংলায় সাবলীল টিউটোরিয়াল
সফটওয়্যার হিসেবে দেয়া হয়েছে ফলে ইউজার ফ্রেন্ডলী
লো সাইজ ভিডিও (দেড় ঘন্টার টিউটোরিয়াল মাত্র ৯০ মেগাবাইট)
প্রফেশনাল ভিডিও কোয়ালিটি
বিঃদ্রঃ যারা মার্কস আইটির ভিডিওগুলো ইউটিউব বা মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করেছেন তারা পুনরায় সফটওয়্যারটি ডাউনলোড করলে ওই একই ভিডিও পাবেন। অতএব যারা সফটটি ডাউনলোড করবেন তা নিজ দায়িত্বে করবেন।
সবাইকে ধন্যবাদ।