Fb, pagea, ak, clicka, shobayke, invite, korun

সবাই আশা করি ভালই আছেন।
আমাদের অনেকেরই তো ফেসবুক
পেজ আছে। কিন্তু ফেসবুক ফ্রেন্ড
বেশি থাকলে সবাইকে এক
এককরে পেজে Invite করাও
তো একটা ঝামেলা। নিতান্তই বিরক্তিকর ব্যাপার। ভাবতেন,
কেমন হয়
যদি সবাইকে একসাথে পেজে Invite
করা যায়? তাই
আজকে আমি আপনাদের
জন্যনিয়ে এসেছি একটা জটিল ট্রিকস যার
মাধ্যমে আপনি ফেসবুকে এক
ক্লিকেই সবাইকে আপনার
পেজে Invite করতে পারবেন।
এটি Mozilla Firebox
ক্ষেত্রে প্রযোজ্য তাহলে চলুনদেখে নিই
কিভাবে এটা করতে হয় ।
প্রথমে Mozilla Firebox থেকে এই Add-ons টি Add করে নিন । *.প্রথমে ফেসবুকে Login
করে আপনার কাঙ্ক্ষিত
পেজে যান।
*.সবাইকে একসাথে Invite করার
জন্যSee All এ ক্লিক করুন।
*.কাজ তো শেষ প্রায়। এইবার যে বক্সটি Open
হবে সেখানে দেখবেন নতুন
করে 'Select All' Option এসেছে। Select
All-এ ক্লিককরুন।
*.বাহ! কি চমৎকার, দেখলেন
তো সবাইকেই আপনি একসাথে Select
করেফেলেছেন। দেখুন আমার
ক্ষেত্রেঃ
*.এইবার শুধু Submit এ ক্লিক
করে দিয়ে এক
ক্লিকে সবাইকে আপনার পেজে Invite করে দিন।